ঢাকা: গানচিল মিউজিকের নতুন গানের শিরোনাম ‘ও জান’; প্রেমের এই গানে কণ্ঠ দিয়েছেন কণ্ঠশিল্পী কোনাল ও নিলয়। এর আগে একই জুটির ‘ময়না’ গানটি পাঁচ মাস ধরে আলোচনায় রয়েছে। নতুন বছরের নতুন আকর্ষণ ‘ও জান’।
‘ও জান’ গানের কথা লিখেছেন আসিফ ইকবাল; যৌথভাবে সুর করেছেন ঢাকার আভ্রাল সাহির ও কলকাতা থেকে লিংকন। এছাড়া সংগীত আয়োজন করেছেন আভ্রাল সাহির।গানটির ভিডিও চিত্র নির্মাণ করছেন তানিম রহমান অংশু। তিনি ‘ময়না’ গানের ভিডিও চিত্র নির্মাণেও ছিলেন।
‘গানচিল মিউজিক’ জানিয়েছে যে, নতুন বছরকে বরণ করে নেওয়া হবে এই গান দিয়েই। পরিকল্পনা অনুযায়ী, বছরের প্রথম দিনেই গানটি প্রকাশ করা হবে। এটি তাদের ‘বাংলা অরিজিনালস’-এর দ্বিতীয় গান।
‘ও জান’ নিয়ে গীতিকার ও গানচিল মিউজিকের কর্ণধার আসিফ ইকবাল বলেন, “ময়না গানের সাফল্যের পর তার ধারাবাহিকতায় আমরা ‘ও জান’ গানটি নিয়ে আসছি। ময়না ছিল একটি ড্যান্স নাম্বার গান। আর ‘ও জান’ হচ্ছে একেবারে পিউর রোমান্টিক গান। গানের কথা, গায়কী, মিউজিক ও ভিডিও, সব কিছুতেই নতুন সংযোজন থাকবে। “পাশাপাশি গানচিল মিউজিক ভিডিও নির্মাণে যে নতুন মাত্রা যোগ করেছে, সেটিও দর্শকরা এবারও দেখতে পাবেন। আমার বিশ্বাস, নতুন গানটি দর্শক-শ্রোতাদের কাছে সমানভাবে গ্রহণযোগ্যতা পাবে।”
এর আগে ‘সিনেমার প্রিয়তমা’, ‘রাজকুমার’ ও ‘মেঘের নৌকার’ মত জনপ্রিয় গানে কণ্ঠ দিয়েছেন কোনাল। এসব গানের গীতিকারও ছিলেন আসিফ ইকবাল। তার লেখা ‘ময়না’ গানটিও শ্রোতাদের কাছে জনপ্রিয়তা পায়।
নতুন গান নিয়ে কোনালের ভাষ্য, “আসিফ ইকবাল ভাই রোমান্টিক কথায় গান লেখায় সত্যিই অনবদ্য। ‘ও জান’ গানটি গাওয়ার সময়ই বুঝেছি এটি দর্শকদের নাড়া দেবে। আমার বিশ্বাস, গানটি অতীতের সব গানের রেকর্ড ভেঙে দেবে।”
‘ও জান’ গানের মিউজিক ভিডিও নির্মাতা তানিম রহমান অংশু বলেছেন, দৃশ্যধারণের জন্য এমন একটি জায়গা বেছে নেওয়া হয়েছে, যেখানে আগে কখনো কোনো নাটক-সিনেমার শুটিং হয়নি।
গানে মডেল হিসেবেও দুজন পরিচিত মুখকে আনা হয়েছে বলে জানিয়েছেন অংশু। তবে চমক ধরে রাখতে তাদের নাম প্রকাশ করেননি এই নির্মাতা।
‘ময়না’ গানটিকে চলতি বছরের অন্যতম আলোচিত ও জনপ্রিয় গান হিসেবে ধরা হচ্ছে। কণ্ঠশিল্পী কোনাল ও নিলয়ের গাওয়া এই গানটির সুর ও সংগীতায়োজন করেছিলেন আকাশ সেন।
গত ২৯ জুলাই প্রকাশের পর থেকেই গানটি ইউটিউবসহ বিভিন্ন প্ল্যাটফর্মে জনপ্রিয়তার তুঙ্গে আসে। বর্তমানে গানটির ভিউ ৬২ লাখ ছাড়িয়ে গেছে। এটি ছিল ‘গানচিল মিউজিকে’ নতুন প্রজেক্ট ‘বাংলা অরিজিনালসের’ প্রথম গান, যা দিয়ে প্রতিষ্ঠানটি মিউজিক ভিডিও নির্মাণে নতুন মাত্রা যোগ করে।

আপনার মতামত লিখুন :