ঢাকা বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬,
নববর্ষ ২০২৬

শোবিজ তারকাদের প্রত্যাশা

দৈনিক সবুজ নিশান

জানুয়ারি ২, ২০২৬, ১২:৪০ এএম

শোবিজ তারকাদের প্রত্যাশা

ঢাকা: নতুন বছর। নতুন প্রত্যাশা। সবারই নতুন বছরে থাকে কিছু না কিছু রেজুলেশন। সেলিব্রেটিরা কী ভাবছেন বা কী বলছেন? জেনে নেওয়া যাক ২০২৬ সাল ঘিরে শোবিজ অঙ্গনের তারকাদের প্রত্যাশার কথা।

বর্ষবরণের আনন্দ উদযাপনে সচেতনতার বার্তা দেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। আতশবাজির শব্দদূষণ রোধে তিনি লিখেছেন, আতশবাজির শব্দ সবার জন্য আনন্দের নয়। শব্দ নয়, আসুন ভালোবাসা ছড়াই। 

অভিনেত্রী আজমেরী হক বাঁধন লেখেন, আমি এমন একটি দেশের স্বপ্ন দেখি যেখানে সাধারণ মানুষের নিরাপত্তা থাকবে এবং তরুণদের কথা শোনা হবে। নতুন বছরে আমি সবার জন্য ন্যায়বিচার, সুশাসন এবং সমব্যথী নেতৃত্বের প্রত্যাশা করছি।

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব ফেসবুকে লেখেন, নিউ ইয়ার, নিউ ভাইব, নিউ চ্যাপ্টার ৮ (এপিসোড ৫৭-৬৪) লোডিং...।

মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুল লেখেন, গেল বছরটি অনেক চড়াই-উতরাইয়ের ছিল, বিশেষ করে বাবাকে হারানো। তবু আলহামদুলিল্লাহ, আমরা কৃতজ্ঞ কারণ আমরা নিজেদের, আমাদের সন্তানের এবং আমাদের চারপাশের মানুষের পাশে দাঁড়াতে পেরেছি। নতুন বছরে সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল নতুন বছরকে স্বাগত জানিয়ে লেখেন, ওয়েলকামিং ২০২৬। 

জনপ্রিয় ব্যান্ড চিরকুট-এর ভোকাল শারমিন সুলতানা সুমি লিখেছেন, নতুন বছরের রেজল্যুশন—কপালের টিপটা যাতে মাঝখানে ঠিকঠাক পরতে পারি। ২০২৬, স্বাগতম জাদুর শহরে।

অভিনেত্রী কুসুম শিকদার নতুন বছরকে স্বাগত জানিয়ে ভক্তদের উদ্দেশে লিখেছেন, হ্যাপি নিউ ইয়ার।

জনপ্রিয় সংগীতশিল্পী সাবরিনা পড়শী লেখেন, শুভ সকাল, ২০২৬ ভালো কাটুক সবার। 

অভিনেত্রী সামিরা খান মাহি নিজের কয়েকটি ছবি শেয়ার করে জানিয়েছেন নতুন বছরের শুভেচ্ছা।

অভিনেত্রী সাবিলা নূর বলেন, ২০২৬ সালটাও শুরু করতে যাচ্ছি সিনেমার মাধ্যমে এবং দুর্দান্ত কিছু অভিনয় শিল্পীদের সঙ্গে কাজ করছি। সবার দোয়া নিয়ে ইনশাআল্লাহ হয়তো নতুন বছরও যেন আমার জন্য অনেক ভালো বছর হয়।

অভিনেত্রী সারিকা সাবাহ বলেন, নতুন বছর সুন্দর হোক। বাংলাদেশ এখন বহুমাত্রিক পরিবর্তন ও অগ্রগতির পথে এগিয়ে চলেছে। ২০২৬ এ নতুন কিছু শুরু হবে, নতুন করে আগাবে এই আশা নিয়েই নতুন বছর শুরু করলাম। সবকিছুর উন্নতি হলেই পরিপূর্ণ ইন্ডাস্ট্রি আমরা পাব।

অভিনেত্রী পারসা ইভানা বলেন, আমার কোনো প্রত্যাশা নেই। আমি শুধু একটি সুস্থ জীবন চাই, যেন আমি শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে পারি, ভালো কাজ করতে পারি এবং দর্শকদের জন্য যেন ভালো কাজ উপহার দিতে পারি। নতুন বছরের শুরুর দিকে আমার একটি ওয়েব ফিল্ম আসার কথা রয়েছে। আশা করি, সবার ভালো লাগবে।

সংগীতশিল্পী ডলি সায়ন্তনী লিখেছেন, সময় বদলায়, বছর বদলায়— তবু আশা অটুট থাকে। ২০২৬ হোক শান্তি ও সৌন্দর্যের এক নতুন অধ্যায়। শুভ নববর্ষ।
  
অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া লিখেছেন, দুই হাত বাড়িয়ে ২০২৬-কে স্বাগত জানাচ্ছি। সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা।

নতুন বছর উপলক্ষে ভক্তদের সঙ্গে সরাসরি কথা বলতে লাইভে আসেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি।

দৈনিক সবুজ নিশান

Link copied!