ঢাকা বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬,
মির্জা ফখরুল

খালেদা জিয়ার জানাজা-দাফনের বিষয়ে সরকার থেকে জানানো হবে

দৈনিক সবুজ নিশান | নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ৩০, ২০২৫, ১২:৪৯ পিএম

খালেদা জিয়ার জানাজা-দাফনের বিষয়ে সরকার থেকে জানানো হবে

ঢাকা : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফনের বিষয়ে অন্তর্বর্তী সরকার জাতিকে অবহিত করবেন বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) উপদেষ্টা পরিষদের জরুরি সভায় অংশ নেওয়ার পর বেরিয়ে সংবাদমাধ্যমকে এ কথা বলেন মির্জা ফখরুল।

তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা, দাফন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সরকার আমাদের ডেকেছিলেন ক্যাবিনেট মিটিং-এ। এসব বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব সব জানাবেন। প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে ভাষণ দেবেন। যেহেতু তাদের মিটিং ছিল, তারাই সব জানাবে।

মির্জা ফখরুল আরও বলেন, আমাদের বিষয়গুলো আমরা সকালে জানিয়েছি, সাড়ে ১২টার সময় আমাদের স্থায়ী কমিটির একটা বৈঠক আছে। সেখানে আমরা সব চূড়ান্ত করে আপনাদের জানাবো। সেক্ষেত্রে আপনাদের কাছে আমরা সর্বাত্মক সহযোগিতা চাইব। আপনারা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন।

এমটিআই

দৈনিক সবুজ নিশান

Link copied!