ঢাকা: জামায়াতে ইসলামী বাংলাদেশের সঙ্গে জোট গঠন নিয়ে আপত্তি জানানোর পর এবার জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছাড়লেন দলটির যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন। বৃহস্পতিবার বিকালে দলটির আহ্বায়কে কাছে তিনি তার পদত্যাগপত্র জমা দেন।
জামায়াতের সঙ্গে জোট বাঁধার ক্ষেত্রে এনসিপির ৩০ জন কেন্দ্রীয় নেতা শনিবার আপত্তি জানিয়ে দলের আহ্বায়ক নাহিদ ইসলামকে স্মারকলিপি দিয়েছিলেন। সেখানে প্রথম স্বাক্ষরকারী হিসেবে মুশফিক উস সালেহীনের নাম ছিল।
তিনি জানান, "এনসিপির ভবিষ্যৎ রাজনীতি যে গতিপথ দেখছি, তার সঙ্গে আমার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গির পার্থক্য রয়েছে। তাই পদত্যাগ করেছি।"
এদিন দলটির আরেক নেতাও পদত্যাগ করেন। এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক খান মুহাম্মদ মুরসালীন ফেইসবুকে পোস্ট দিয়ে তার পদত্যাগের তথ্য দেন।
তার আগে বুধবার দলটির যুগ্ম আহ্বায়ক এবং পলিসি ও রিসার্চ উইংয়ের প্রধান খালেদ সাইফুল্লাহ পদত্যাগ করেন।
দলের আহ্বায়ক নাহিদ ইসলামকে লেখা এক চিঠিতে তিনি বলেন, “আমি এনসিপির সব পদ ও দায়িত্ব থেকে পদত্যাগ করছি।”
জামায়াতের সঙ্গে এনসিপির নির্বাচনী আসন সমঝোতার আনুষ্ঠানিক ঘোষণা আসে গত রোববার বিকেলে। ওই আলোচনা চূড়ান্ত হলে আগের দিন এনসিপি থেকে পদত্যাগ করেন তাসনিম জারা।
খালেদ সাইফুল্লাহর স্ত্রী জারা দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিবের দায়িত্বে ছিলেন। ঢাকা-৯ সংসদীয় আসনে এনসিপি তাকে মনোনয়ন দিয়েছিল।

আপনার মতামত লিখুন :