ঢাকা: বছরের প্রথম দিনেই সামাজিক যোগাযোগমাধ্যমে সুখবর দিলেন জনপ্রিয় অভিনেত্রী সালহা খানম নাদিয়া। কন্যাসন্তানের মা হতে যাচ্ছেন তিনি।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় নিজের সোশ্যাল হ্যান্ডেল ফেসবুকে বেবি বাম্পের ফটোশুটের একটি ছবি শেয়ার করে সন্তান আগমনের আনন্দ ভাগ করে নেন নাদিয়া। তবে ঠিক কবে তিনি মা হয়েছেন, সে বিষয়ে কিছু জানাননি।
নাদিয়া লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমাদের হৃদয় আজ ভরে উঠেছে। আমাদের সংসারে এসেছে কন্যাসন্তান। আল্লাহ তাআলা যেন তাকে হেফাজত করেন, সঠিক পথে পরিচালিত করেন, তার জীবন ভালোবাসা ও অফুরন্ত সুখে পরিপূর্ণ করে তোলেন।‘
কন্যার নাম জানিয়ে নাদিয়া লেখেন, “আমাদের কন্যার নাম রাখা হয়েছে মেহরোজ নূর সানাহ। তার জন্য আপনারা সবাই দোয়া রাখবেন।”
এদিকে ২০২৪ সালের ২১ জুন, সালমান আরাফাতের সঙ্গে বিয়ের খবর প্রকাশ্যে আনেন নাদিয়া। সালমান আরাফাতও বিনোদন অঙ্গনের সঙ্গে যুক্ত। তিনি নাটক ও বিজ্ঞাপনচিত্রে নিয়মিত কাজ করছেন।

আপনার মতামত লিখুন :