ব্রাহিম দিয়াজের একমাত্র গোলে তানজানিয়াকে হারিয়ে আফ্রিকা কাপ অব নেশন্সের কোয়ার্টার ফাইনালে উঠেছে মরক্কো। শেষ আটের লড়াইয়ে তাদের প্রতিপক্ষ ক্যামেরুন। রোববার (৪ জানুয়ারি) প্রিন্স আব্দুল্লাহ স্টেডিয়ামে ক্যামেরুনকে আতিথ্য দেয় দিয়াজ-হাকিমিরা।
ঘরের মাঠে ফেবারিটের তকমা নিয়েই মাঠে নামে মরক্কো। তবে তানজানিয়া থেকে ১০১ ধাপ এগিয়ে থাকা স্বাগতিকদের বেশ চাপেই থাকতে হয়েছে। প্রথমার্ধ গোলশূন্য রেখে বিরতিতে যায় দুই দল। ম্যাচের ৬৪তম মিনিটে আশরাফ হাকিমির অ্যাসিস্ট থেকে জয়সূচক গোলটি করেন দিয়াজ। গ্রুপ পর্বের পাশাপাশি রাউন্ড অব সিক্সটিনেও জালের দেখা পেলেন রিয়াল মাদ্রিদে খেলা এই উইঙ্গার।
উল্লেখ্য, এ নিয়ে টানা ২৩ ম্যাচে অপরাজিত থাকলো মরক্কো। এই আসরে তারা একবারই শিরোপার দেখা পেয়েছে, ১৯৭৬ সালে।

আপনার মতামত লিখুন :