সুইজারল্যান্ডের একটি পাহাড়ি স্কি রিসোর্টের বারে ইংরেজি নববর্ষ উদযাপনের সময় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাতের প্রথম প্রহরে (আনুমানিক ১টা ৩০ মিনিট) ক্রাঁ-মন্তানা শহরের বিলাসবহুল স্কি রিসোর্ট ‘আলপাইন’র ‘লে কনস্টেলেশন’ নামে ওই বারে এ অগ্নিকাণ্ড ঘটে।
পুলিশের মুখপাত্র গায়েতাঁ লাথিওঁ জানান, সে সময় নতুন বছর উদ্যাপন করতে বারটিতে অসংখ্য মানুষ জড়ো হয়েছিলেন।
দক্ষিণ-পশ্চিম সুইজারল্যান্ডের ভালাই ক্যান্টনের পুলিশ কমান্ডার ফ্রেদেরিক গিসলার ঘটনার কয়েক ঘণ্টা পর এক সংবাদ সম্মেলনে বলেন, ‘কয়েক ডজন মানুষের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।’
ভালাই ক্যান্টনের অ্যাটর্নি জেনারেল বিট্রিস পিলুদ বলেন, এখনই আগুন লাগার কারণ নির্ধারণ করা যায়নি। তবে এটি যে কোনো হামলা নয়, সেটা তদন্তকারীরা নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, নিহতের সুনির্দিষ্ট সংখ্যা তাৎক্ষণিকভাবে জানানো সম্ভব হয়নি। তবে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, সুইস পুলিশের ধারণা, প্রায় ৪০ জন এই অগ্নিকাণ্ডে মারা গেছেন। রিসোর্টটি পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। ভালাই ক্যান্টনের নিরাপত্তা বিভাগের প্রধান স্তেফান গানজার জানান, নিহতদের মধ্যে বিভিন্ন দেশের নাগরিকও রয়েছেন।
নিউইয়র্ক থেকে আসা এক পর্যটক আগুনের ভিডিও ধারণ করেন, যেখানে বারের ভেতর থেকে দাউ দাউ করে আগুনের শিখা বের হতে দেখা যায়।
তিনি সংবাদমাধ্যমকে জানান, অন্ধকারের মধ্যে মানুষকে দৌড়াতে ও চিৎকার করতে দেখেছেন তিনি।
ঘটনার পরপরই সুইস গণমাধ্যমে প্রকাশিত ছবিতে একটি ভবনকে আগুনে জ্বলতে এবং আশপাশে জরুরি উদ্ধারকারী সংস্থার উপস্থিতি দেখা যায়।

আপনার মতামত লিখুন :