ঢাকা বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬,

২৬ বছরের হান্নান মাসউদের সম্পদ বাবার চেয়ে পাঁচ গুণ বেশি

দৈনিক সবুজ নিশান | নোয়াখালী প্রতিনিধি

জানুয়ারি ২, ২০২৬, ০৬:৫৬ পিএম

২৬ বছরের হান্নান মাসউদের সম্পদ বাবার চেয়ে পাঁচ গুণ বেশি

নোয়াখালী : জাতীয় নাগরিক পার্টি-এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক ২৬ বছর বয়সি আবদুল হান্নান মাসউদের সম্পত্তি তার বাবার চেয়ে পাঁচ গুণ বেশি। এ ছাড়া বাৎসরিক আয়ও বাবার চেয়ে তিন গুণ বেশি। তবে বাবার আয়ের উৎস কৃষি হলেও ছেলে আয়ের উৎস ব্যবসা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসন থেকে হান্নান মাসউদ মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ আসনে তার বাবা আমিরুল ইসলাম মোহাম্মদ আবদুল মালেকও মনোনয়নপত্র জমা দিয়েছেন।

নির্বাচনে অংশ নিতে জমা দেওয়া বাবা ও ছেলের হলফনামায় বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে।

হান্নান মাসউদ তার হলফনামায় ব্যবসা থেকে বছরে আয় দেখিয়েছেন ছয় লাখ টাকা। অস্থাবর সম্পদের মধ্যে তার ব্যাংকে জমা আছে দুই হাজার ৫৫ টাকা, কোম্পানির শেয়ার এক লাখ টাকা, স্বর্ণালঙ্কার আট লাখ টাকার, ইলেকট্রনিক্স পণ্য এক লাখ টাকার ও আসবাবপত্র রয়েছে এক লাখ টাকার।

এ ছাড়া হলফনামায় হান্নান মাসউদ তার স্ত্রী শ্যামলী সুলতানা জেদনীকে শিক্ষার্থী হিসেবে দেখিয়েছেন; যার নামে কোনও সম্পদ নেই। এ ছাড়া স্বামী-স্ত্রীর নামে কোনো দায়-দেনাও নেই।

২০২৫-২৬ অর্থ বছরে জমা দেওয়া হান্নান মাসউদের আয়কর রিটার্নে দেখানো আয়ের পরিমাণ ছয় লাখ টাকা। এতে সম্পদের পরিমাণ দেখানো হয়েছে ৯৮ লাখ ৩৯ হাজার ৬৫৬ টাকা। তবে তার স্ত্রীর নামে কোনও আয়কর নথি নেই।

২৬ বছর বয়সি হান্নান মাসউদের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা আলিম পাস। হলফনামায় তার পেশা উল্লেখ করা হয়েছে ব্যবসা। তিনি ঢাকার পরিবাগ এলাকায় ডিজিল্যান্তি গ্লোবাল নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী। যা থেকে বছরে আয় দেখানো হয়েছে ছয় লাখ টাকা।

আবদুল হান্নান মাসউদের স্থায়ী ঠিকানা নোয়াখালীর হাতিয়া উপজেলার সাঘরিয়া গ্রামে। তার বাবা আমিরুল ইসলাম মোহাম্মদ আবদুল মালেক ও মা আয়েশা খাতুন বিলকিছ। তার বিরুদ্ধে ফৌজদারি অপরাধের কোনো মামলা নেই।

হান্নান মাসউদ ও তার বাবা আমিরুল ইসলাম মোহাম্মদ আবদুল মালেক একই আসনে আলাদা দল থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন। আমিরুল ইসলাম বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) থেকে মনোনয়নপত্র দাখিল করেছেন।

আমিরুল ইসলামের হলফনামার তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থ বছরে জমা দেওয়া আয়কর রিটার্নে আমিরুল ইসলাম মোট আয় ২০ লাখ ৯৩ হাজার ৬৫১ টাকা দেখিয়েছেন; যা ছেলের আয়ের চেয়ে প্রায় পাঁচ গুণ কম।

এ ছাড়া আমিরুল ইসলাম কৃষি খাত থেকে তার বাৎসরিক আয় দেখিয়েছেন দুই লাখ টাকা; যা ছেলের আয়ের চেয়ে ছয় গুণ কম।

৬৩ বছর বয়সি আমিরুল ইসলামের এক স্ত্রী, চার মেয়ে ও তিন ছেলে রয়েছেন; যেখানে হান্নান মাসউদকে ছাত্র ও রাজনীতিবিদ হিসেবে দেখিয়েছেন।

এমটিআই

দৈনিক সবুজ নিশান

Link copied!