ঢাকা বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২

জাপান প্রবাসীদের সঙ্গে মতবিনিময় করলেন প্রধান উপদেষ্টা

দৈনিক সবুজ নিশান

অক্টোবর ৭, ২০২৫, ১২:১৩ এএম

জাপান প্রবাসীদের সঙ্গে মতবিনিময় করলেন প্রধান উপদেষ্টা

জাপানে বসবাসরত বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। 

শুক্রবার (৩০ মে) টোকিওতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে এই মতবিনিময় অনুষ্ঠানে শতাধিক বাংলাদেশি যোগ দেন।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।

জাপান সফরের তৃতীয় দিনে প্রধান উপদেষ্টা শুক্রবার সেই দেশের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে বৈঠক করেছেন।

এদিকে প্রধান উপদেষ্টা ৪ দিনের সফর শেষে শনিবার (৩১ মে) সকালে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে টোকিও ত্যাগ করবেন এবং সিঙ্গাপুর হয়ে রাতেই ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

এর আগে গত ২৭ মে চার দিনের সরকারি সফরে টোকিও পৌঁছান প্রধান উপদেষ্টা।

দৈনিক সবুজ নিশান

Link copied!