ঢাকা বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬,

নিরাপত্তার কারণে ইন্ডিয়ান ফ্লাগ ছিল না পররাষ্ট্রমন্ত্রীর গাড়িতে!

দৈনিক সবুজ নিশান | নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ২, ২০২৬, ০৬:৪৭ পিএম

নিরাপত্তার কারণে ইন্ডিয়ান ফ্লাগ ছিল না পররাষ্ট্রমন্ত্রীর গাড়িতে!

ঢাকা : ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. সুব্রামনিয়াম জয়শঙ্কর বুধবার (৩১ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। ভারতীয় বিমান বাহিনীর বিশেষ ফ্লাইটে তিনি বাংলাদেশ সফরে আসেন।

বিমানবন্দর থেকে জয়শঙ্করকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নেওয়া হয় বিমান বাহিনী ঘাঁটি একে খন্দকারের ভেতর দিয়ে কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে। একজন নিরাপত্তা কর্মকর্তা জানান, তাকে বহনকারী গাড়িটি র‌্যাব ও ডিএমপির কঠোর নিরাপত্তা বেষ্টিত ছিল এবং নিরাপত্তার কারণে ইন্ডিয়ান ফ্লাগ (পতাকা) জয়শঙ্করের গাড়িতে ছিল না। যদিও কূটনৈতিক প্রথা অনুযায়ী তার গাড়িতে ইন্ডিয়ান ফ্লাগ উড়ানোর কথা ছিল।

ঢাকায় অবস্থানকালে জয়শঙ্কর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে দেখা করেন। পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সারদার আইয়াজ সাদিকও তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন। এছাড়া তিনি ভারত সরকার ও জনগণের পক্ষ থেকে খালেদা জিয়ার পরিবারের কাছে শোকবার্তা পৌঁছে দেন।

সব আনুষ্ঠানিকতা শেষে একই কঠোর নিরাপত্তায় জয়শঙ্কর বিমানবন্দরে আসেন এবং বিকাল ৪টার কিছু আগে একই বিশেষ বিমানে তিনি ভারতে ফিরেন।

এমটিআই

দৈনিক সবুজ নিশান

Link copied!