ঢাকা বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬,

২ জানুয়ারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত, সম্ভাব্য তারিখ ৯

দৈনিক সবুজ নিশান | নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ৩০, ২০২৫, ০৬:৩৫ পিএম

২ জানুয়ারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত, সম্ভাব্য তারিখ ৯

ঢাকা : বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। এর মধ্যে ২ জানুয়ারি অনুষ্ঠেয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে।

পরীক্ষা অনুষ্ঠানের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে মঙ্গলবার জরুরি বৈঠক করেছে ‘কেন্দ্রীয় প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ কমিটি’।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান দেশ রূপান্তরকে জানিয়েছেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২ জানুয়ারি অনুষ্ঠিত হচ্ছে না। পরীক্ষার সম্ভাব্য তারিখ ৯ জানুয়ারি।

এমটিআই

দৈনিক সবুজ নিশান

Link copied!